ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কালুখালীতে বাস চাপায় পথচারী নিহত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৪:৩৩, ১৯ মার্চ ২০২২

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় দ্রুত গ‌তির জামান প‌রিহনের বাস চাপায় নগেন্দ্রনাথ প্রা‌মা‌ণিক (৬২) নামে এক পথচারীর মৃত‌্যু হয়েছে।

শ‌নিবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে কালুখালী‌র কালীমোড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ন‌গেন্দ্রনাথ ওই এলাকার উ‌পন্দ্রনাথ প্রামাণিকের ছে‌লে।

পাংশা হাইও‌য়ে থানার এসআই সালাহউদ্দিন মোল্লা জানান,  জামান প‌রিহনের (রাজবাড়ী-ব ১১০০৭৫) একটি এসি বাস ওই পথচারী‌কে চাপা দেয়। পরবর্তীতে ওই ব‌্যক্তি‌কে হাসপাতালে আনা হলে চি‌কিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঘাতক বাস‌টি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি