ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নকল সোনার মূর্তিসহ আটক ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৯ মার্চ ২০২২

নাটোরের সিংড়ায় নকল সোনার মূর্তি কেনা-বেচার সময় আব্দুল কাইয়ুম (৩৫) ও শহিদুল ইসলাম (৩৪) নামে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। 

শনিবার সকালে আটককৃতদের সিংড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার পিপলসন বাজার এলাকায় টাকা লেনদেনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃত আব্দুল কাইয়ুম পিপলসন গ্রামের আবু বকর সরকারের ছেলে এবং শহিদুল ইসলাম একই গ্রামের আব্দুস সামাদের  ছেলে। আটক আব্দুল কাইয়ুম পিপলসন বাজারের বিকাশ ব্যবসায়ী ও শহিদুল ইসলাম মুদি ব্যবসায়ী। 

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি কেনা-বেচা করে প্রতারণা করে আসছিল।

সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে আটককৃতদের সিংড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি