ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ১৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তায় খেলার সময় দ্রুত গতিতে চলা একটি ট্রাক্টরের ধাক্কায় তিন বছরের মাহিম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
 
নিহত মাহিম হরিপুর উপজেলার বনগাঁও মৌলবীপাড়ার আল আমিনের ছেলে। 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাহিম বাড়ির পাশে খেলা করতে করতে রাস্তায় দৌড় দেয়। এসময় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তার বাম কানে আঘাত লেগে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে হাসপাতালে রওনা দিলে সে পথে মারা যায়।

ওসি তাজুল ইসলাম আরও জানান,  ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি