ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দেড় লক্ষাধিক ভারতীয় রুপী ও ২৪ কেজি রুপাসহ আটক ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ১৯ মার্চ ২০২২

ভারতীয় রুপী ও রূপাসহ আটক ২ জন

ভারতীয় রুপী ও রূপাসহ আটক ২ জন

নাটোরের গুরুদাসপুর থেকে ১ লাখ ৭০ হাজার ৫শ ভারতীয় রুপী ও ২৪ কেজি রুপাসহ দুই জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে মকলছেুর রহমান (৩২) ও গাইবান্ধা জেলার সদর উপজলোর বানিয়ারজান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহভাজন ঢাকা মেট্রো গ ২৭-৫৪৩৪ নং-এর সাদা রংয়ের একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা এবং ১ লাখ ৭০ হাজার ৫শ ভারতীয় রুপীসহ মকলছেুর রহমান ও নাজমুল হককে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল উল্লেখ করে মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি