ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নদীতে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৪, ২০ মার্চ ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর স্কুলছাত্র শুভ সরকারের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যেরা। 

রোববার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এর আগে গত শুক্রবার বিকালে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকালে দোল উৎসব শেষে কয়েকজন বন্ধুসহ ফুলজোড় নদীতে গোসল করতে নামে শুভ। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুদিন উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। 

আজ রোববার সকালে ঘটনাস্থলের ৫শ’ মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান আতাউর রহমান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি