ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ২০ মার্চ ২০২২

সমগ্র বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর (সদর) পৌরসভার আয়োজনে হ্যাপী সিনেমাহল প্রাঙ্গণে প্রথম পর্যায়ে পৌরসভার ১, ৫ ও ৬ নং ওয়ার্ড বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়। 

পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুরি ডাল।

পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূাঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ-আলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি