ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ২০ মার্চ ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠ থেকে ক্ষতবিক্ষত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ মার্চ) বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকার কালাম সরদারের বাগান বাড়ি সংলগ্ন মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

শিশুটির মুখমণ্ডল ও পেটসহ শরীরের বেশকিছু জায়গা ক্ষতবিক্ষত। মুখের আকৃতিও চেনা যায় না। 

সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে কোন কাপড় ছিল না। তার মুখ মণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত। চেহারাও চেনা যাচ্ছে না। 

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি