ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ২ মহিলাসহ পলাতক ১০ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলায় ২ মহিলাসহ পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। 

রোববার (২০ মার্চ) ভোররাতে পোর্ট থানার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোল উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ (২৪), খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলীর ছেলে আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের ইলিয়াছ এর ছেলে রাজু খা (২২), বারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন (৪৫), মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫)।

এছাড়া বৃত্তি আঁচড়া গ্রামের মিজাক আলীর দুই ছেলে বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)। অপরদিকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরোয়ানাভুক্তসহ মাদক মামলার আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মাদক মামলার ২ মহিলা আসামিও রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি