শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবি (ভিডিও)
প্রকাশিত : ১৬:৩৩, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১৬:৪২, ২০ মার্চ ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী এ লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে জাহাজের ধাক্কায় ডুবে যায়। লঞ্চটি ১৫০ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন ছিল। দুর্ঘটনার পর লঞ্চের ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, শীতলক্ষ্যায় একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে কত জন যাত্রী নিখোঁজ তা নিশ্চিত করা যাচ্ছে না।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এসি
আরও পড়ুন