ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ২০ মার্চ ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. রোমানা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রোমানা আক্তার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাংকার বাজার সংলগ্ন ১৩ নম্বর দিঘির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি পেশায় একজন সমিল শ্রমিক।

স্থানীয় ওয়ার্ড সদস্য মনজুর আলম ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের ঘর ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর দিঘির পাড়ে। দিঘির পাড় দিয়ে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাওয়া যায়। শিশুটি দিঘির অন্য শিশুদের সাথে খেলাধূলার এক পর্যায়ে তাদের ও পরিবারের সদস্যদের অগোচরে দিঘির পানিতে পড়ে যায়। 

এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে ১৩ নম্বর দিঘি থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় পাংকার বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি