ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক কার্গো জাহাজ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১৯:১১, ২০ মার্চ ২০২২

কার্গোর ধাক্কায় লঞ্চডুবির চিত্র

কার্গোর ধাক্কায় লঞ্চডুবির চিত্র

আবারও লঞ্চডুবির ঘটনা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায়। এবার একটি মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে গেল এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি। এ ঘটনায় নারী-শিশুসহ এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ যাত্রীই নিখোঁজ রয়েছেন। ঘাতক কার্গোকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, রোববার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টাসহ নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। লাশগুলো নদীর পূর্ব তীরে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় রাখা হয়েছে।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত কার্গোটিকে আটক করেছে নৌ পুলিশ। এমভি রূপসী সি-৯ নামের ওই কার্গো জাহাজটিকে মুন্সীগঞ্জের হোসেনাবাদ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান ওসি মনিরুজ্জামান।

এর আগে গত বছরের ৮ জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। যাতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি