ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নওগাঁয় সহস্রাধিক আম গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ২০ মার্চ ২০২২ | আপডেট: ২০:০৫, ২০ মার্চ ২০২২

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে সহস্রাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাতের কোন এক সময়ে আগ্রাদ্বিগুন ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের আম বাগানে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। 

এতে করে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জিল্লুর রহমান। 

জিল্লুর রহমান জানান, একই ইউনিয়নের মো.আব্দুর রশীদের নিকট থেকে তিন দাগে ১ একর ৪৯ শতাংশ জমি ১১ বছরের জন্য লীজ নিয়ে  প্রায় ৩ মাস আগে বারি-৪ জাতের ১ হাজার অধিক আম গাছ রোপণ করেন। এর মধ্যে অনেক গাছে মুকুলও চলে এসেছিলো।

তিনি বলেন, ‘‘বিকেলেই বাগান পরিচর্যা করে বাড়ি ফিরে এসেছি। সকালে জানতে পারি আমার বাগানের সমুদয় আমগাছ কেটে ফেলা হয়েছে।’’ 

জিল্লুর রহমান আরও বলেন, ‘‘লীজকৃত জমির সাথে মালিক পক্ষের কোন ঝামেলা নেই। কারা এই ঘটনা ঘটিয়েছে বলতে পারছি না। তবে যারাই করুক আমি এর সুষ্ঠু বিচার চাই।’’

এব্যাপারে ধামইরহাট থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গনি বলেন, ‘‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি