ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ২

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৬, ২০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

জাহাজ থেকে পাচার হওয়া চার হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

রোববার (২০ মার্চ) ভোরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্টগার্ডের মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান রোববার দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ নুর আলম। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি