ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, আরও এক মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২১ মার্চ ২০২২ | আপডেট: ১০:৪৬, ২১ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমএল আফসার উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও একজনের মরদেহ। 

সোমবার (২১ মার্চ) ভোরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে তোলে। 

পুলিশ জানায়, এই উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা অংশ নেয়।

এ সময় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

এরআগে, রোববার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়।

এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন। 

এ ঘটনায় রোববার ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে।

এরা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল আবেদীন ভূইয়া (৫০), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা (৩৫) ও তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী। 

এদিকে সোমবার উদ্ধার হওয়া আরেকজনকে নিয়ে এঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল সাতে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি