ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, পুড়ে গেছে সব

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০১, ২১ মার্চ ২০২২

গাজীপুর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ী ঝুটের গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। গত রাত ১১টা ১৫ মিনিটের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাৎক্ষণিকভাবে আগুন পাশের গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর গাজীপুরে, কালিয়াকৈর, ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানায়, একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সম্পূর্ণ গোডাউন সহ সকল মালামাল পুড়ে যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি