ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তাড়াশে বাস চাপায় পশু চিকিৎসক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২১ মার্চ ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে বাস চাপায় আলী আজম (৩৫) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ-তাড়াশ সড়কের চন্ডিভোগে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আজম উপজেলার ছোট মাঝদক্ষিণা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ভ্যাকসিনেটর পদে চাকুরী করতেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এক প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত আলী আজম সোমবার দুপুরে ভাটারপাড়া এলাকায় কাজ শেষে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ-তাড়াশ সড়কের চন্ডিভোগে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ফজলে আশিক।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি