ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা, উদ্ধার ১৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২১ মার্চ ২০২২

উদ্ধার হওয়া ১৩৫ জন রোহিঙ্গা নারী ও পুরুষ

উদ্ধার হওয়া ১৩৫ জন রোহিঙ্গা নারী ও পুরুষ

সমুদ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার পথে ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ। 

উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগীতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হয় বলে জানায় পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করছিল। খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। 

দালালের সহযোগিতায় তাদেরকে ইঞ্জিন বোটে করে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি