ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে গোলাগুলিতে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২২ মার্চ ২০২২ | আপডেট: ১৯:০৯, ২২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

তারা জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুরো পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গোলাগুলি করে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিনজন নিহত ও দুজন আহত হন। পরে উভয়পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসনে জানান, হতাহতের খবর পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি