ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১, আহত ৭

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ২২ মার্চ ২০২২

দুর্ঘটনার শিকার দুই যান

দুর্ঘটনার শিকার দুই যান

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কের গাংপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় ২ জন গুরুতরসহ আহত হয়েছে মাইক্রোবাসের ৭ যাত্রী। 

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ৫ টার দিকে উপজেলার গাঙপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার জানান, বিকেলে সিলেট অভিমুখী এনা পরিবহন মহাসড়ক ধরে শিবপুরের গাঙপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। গুরুত্বর আহত ২ জনসহ মাইক্রোবাসটির ৭ যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। এসময় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেলেও বাস ও মাইক্রোবাস দুটোই জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনা পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি