ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ ঘরে গার্মেন্টস কর্মী ‘রহস্যজনক’ খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৭, ২২ মার্চ ২০২২

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরস্থ নিজ ঘর থেকে আব্দুল মোন্নাফ শেখ (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) সকালে পেটে ছুরিকাঘাত করা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল মোন্নাফ রাজাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তার মৃত্যুর ঘটনাকে ‘রহস্যজনক’ বলে দাবি পরিবারের।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানন, আব্দুল মোন্নাফ গার্মেন্টসে চাকুরী করার সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বাড়িতে এসেছিলেন ঘর নির্মাণের জন্য। সোমবার রাতের খাবার খেয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন তার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখেন দরজা খোলা। ভিতরে প্রবেশ করতেই দেখেন পেটে জখমসহ বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের আটক করে এর মূল রহস্য উদ্ঘাটন করা হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি