ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘাতক ট্রাক কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ২৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার জাদিমুড়া এলাকায় তরমুজ ভর্তি মিনিট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং মাদ্রাসা সংলগ্ন জাদিমুড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রায়ান বিন রাহাত (১৩) রাজাপালং ইউনিয়নের মৃত নুরুল হক কোম্পানির ছেলে।

এর পুর্বে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় মিনি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সঞ্জুর মোর্শেদ জানান, সকালে জাদিমুড়া এলাকায় মিনিট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গাড়ীটি জব্দের চেষ্টা চলছে। এর পুর্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় মিনি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। গাড়ী দুটির চালক আহত হয়েছে। তাদের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই উখিয়ার বাসিন্দা। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে ৪ জনের মৃতদেহ দাফন করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি