ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ২৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ সাবরাংয়ের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি মো. হাফিজুর রহমান জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।

তিনি আরও জানান, লাশের কোন ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি