ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জেল থেকে বের হওয়ার সপ্তাহের মাথায় যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ২৪ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমুল হাসান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার মাদক মামলায় কারাগার থেকে জামিনে বের হন যুবক। 

বুধবার বিকালে আদমজী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সেলিম বলেন, গত বুধবার মাদক মামলায় নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে বের হন নাজমুল। আজ আদমজী এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় ইমন ও রিপন নামের দুই ভাই নাজমুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আশেপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি