ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রতিবেশী খালেদা হত্যায় মা-ছেলে আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ২৪ মার্চ ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খালেদা হত্যা মামলায় প্রতিবেশী মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সিন্দুরখান গ্রামের মন্দির গাঁও গ্রামের মো: ফয়ছল আহমদ (১৯) ও তার মা ঝর্ণা চৌধুরী (৪১)।

শ্রীমঙ্গল থানা উপ-পরিদর্শক মো কামরুল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার সিন্দুরখান গ্রামের মন্দির গাঁও গ্রামে পাওয়ানা টাকা নিয়ে বাক বিতণ্ডায় মা-ছেলের হাতে আহত হন খালেদা বেগম। ওইদিন সঙ্গাহীন অবস্থায় তাকে পাশবর্তী একটি বাঁশবনে রেখে আসেন অভিযুক্তরা। 

তিনি আরও জানান, জ্ঞান ফিরে এলে খালেদা বেগমের গোঙ্গানোর শব্দ শুনে পথচারীরা তাকে উদ্ধার করেন। এ সময় তিনি এই দুজনের নাম বলেন। পরে পথচারীরা তাকে শ্রীমঙ্গল উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে খালেদা বেগমের ভাই আব্দুস শহীদ মামলা করলে আসামিরা পালিয়ে যান। 

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা থেকে আসামিদের আটক করে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি