ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ২৪ মার্চ ২০২২

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার জব্দকৃত জালগুলোকে নলচিরা ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জান যায়, নদীতে জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এসময় হাতিয়ার পশ্চিম পাশে গাসিয়ার চরের মেঘনা নদীতে পাতানো অবস্থায় এসব জাল পাওয়া যায়।  নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।

পরে নদী থেকে তুলে এনে ঘাটে পরিমাপ করে দেখা যায় জব্দকৃত জালের পরিমাণ প্রায় দুই লাখ ৫০ হাজার মিটার। এছাড়া একই এলাকা থেকে ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

পরবর্তী সময়ে স্থানীয়দের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানায় নৌ-পুলিশ।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, নদীতে কারেন্ট জাল ও বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে বেআইনী। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। মাঝে মধ্যে জেলেরা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে থাকে। তাই এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে আমাদের একটি টিম  নদীতে দায়িত্ব পালন করে আসছে।

আরএমএ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি