বিশ বছর পর মা-বাবাকে ফিরে ফেলেন নাজমা
প্রকাশিত : ১৫:৫১, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৫২, ২৪ মার্চ ২০২২
মা-বাবার সঙ্গে নাজমা
মাত্র ৭ বছর বয়সে হারিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পূর্ব কুট্টাপাড়া গ্রামের সামিউর রহমানের মেয়ে নাজমা বেগম। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়ার ২০ বছর পর মা-বাবাকে ফিরে পেয়েছেন তিনি।
নাজমা মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে ফিরে আসেন।
সম্প্রতি ‘আপন ঠিকানা’ শিরোনামে আরজে কিবরিয়ার এক রেডিও অনুষ্ঠানে নাজমা তার ছোটবেলার আংশিক স্মৃতি আর অভিভাবকদের নামসহ ভিডিও প্রচার করেন।
পরে এটি ফেসবুকে শেয়ার হলে মেয়ের সন্ধান পান পিতা সামিউর রহমান।
নাজমা ও তার অভিভাবকরা জানান, বিশ বছর আগে বাবা-মাসহ স্বপরিবারে গ্রাম ছেড়ে কাজের সন্ধানে ঢাকায় যান। সেখানের একটি বাসায় কিছু দিন কাজ করেন নাজমা। সেখানে থেকে হারিয়ে অন্যত্র চলে যান। মা-বাবাকে অনেক খোঁজ করেও সন্ধান পাননি তিনি।
সেই সঙ্গে ভুলে যান নিজের গ্রাম ও উপজেলার নাম। এভাবে ঢাকার একটি পরিবারের সাথে কেটে যায় বিশটি বছর।
এএইচ/
আরও পড়ুন