ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্র সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৫, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ১৭:২৮, ২৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে মানুষের একটি কঙ্কাল। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সৈকতের দরিয়া নগর পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানায়, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সাথে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার এসআই নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে অবর্জনার সাথে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি