ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মঠবাড়িয়ায় আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৬, ২৪ মার্চ ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফায় যুবলীগ নেতা বিপ্লব বেপারী হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃস্পতিবার (২৪ মার্চ) বিকেলে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা। অচিরেই গ্রেপ্তার করা না হলে জনগন ও আওয়ামী লীগের নেতা কর্মীরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন। 

মানববন্ধনে ধানীসাফা ইউনিয়ন আ'লীগের সভাপতি বাচ্চু বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিঞ্জু ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রশীদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন হাওলাদার, আ'লীগ নেতা সওগাতুল আলম মিল্টন বেপারী, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ রায়হান, ইউনিয়ন আ'লীগ নেতা আলহাজ্ব নান্না মিয়া বেপারী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল হক তুষার।   

উল্লেখ্য গত ২২ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচকে কেন্দ্র করে বিপ্লব ব্যাপারির ওপর সন্ত্রাসী হামলা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি