ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ২৫ মার্চ ২০২২ | আপডেট: ০৯:৫৯, ২৫ মার্চ ২০২২

নরসিংদীর রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় নরসিংদী-রায়পুরা সড়কের রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ। গুরুতর আহত অবস্থায় রিমা আক্তার (২০) নামে এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক নরসিংদী থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। এসময় আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ ও লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি