ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে মেহেরপুরে

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ২৬ মার্চ ২০২২

গণকবরে পুষ্পার্ঘ অর্পণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মুনছুর আলম খাঁন

গণকবরে পুষ্পার্ঘ অর্পণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মুনছুর আলম খাঁন

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে প্রত্যুশ্যে ৩১ বার তপোধ্বনরি মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

প্রথমেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনছুর আলম খাঁন। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি