ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ২৬ মার্চ ২০২২

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শনিবার সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। 

এরপর বিজয় সৌধ মুক্তির সোপানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া জেলার উপজেলা ও থানাগুলোতে একইভাবে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি