ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ২৬ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক।

শনিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদরের চর-মুক্তারপুর ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে বাল্কহেডটি ৭৫০০ বস্তা সিমেন্ট নিয়ে পাবনার উদ্দেশ্যে যাত্রা করে। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ জাহিদ-৩ এর সাথে সংঘর্ষ হলে বাল্কহেডটি ডুবে যায়। 

এ সময়ে বাল্কহেডে থাকা ৫ শ্রমিকের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠলেও শরিফুল ইসলাম ও নুরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুজনের বাড়ি মানিকগঞ্জে বলে জানা গেছে।

নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি