ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দবিন্দর শিং’র হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। 

পরে তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান হয়েছে। সীমান্তে সোহার্দ, সম্প্রীতি, ভ্রাতত্ববোধ বজায় রেখে দুবাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। সেই সাথে দুবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও জোরদার হয় এ লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন উৎসবগুলোতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার বিনিময় করা হয়। 

হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি