ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী কমিটি ঘোষণার চার বছর পর বিলুপ্ত করা হল।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়। 

বিলুপ্তির বিজ্ঞপ্তিটি শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।  

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ২৪ মার্চ ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ছাত্রলীগের আংশিক কমিটি প্রদান করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। 

দীর্ঘ চার বছরেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তারা। 

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে আগামী সাতদিনে মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ছিদ্দিক নাজ, উপ-আইন সম্পাদক শাহেদ খান ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান স্বশরীরে লক্ষ্মীপুর এসে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি