ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ২৬ মার্চ ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলাম নগর গ্রামে টিলার মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা পাখির বাসা দেখতে পেয়ে একটি টিলার গর্তে ঢুকেছিল। 

শনিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো-ওই গ্রামের তসিবুল রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।

জানা গেছে, ইসলাম নগর গ্রামে রাবার বাগানের ভেতরে ঘাগড়া ছোড়া পাড়ে টিলার মাটিচাপা পড়ে ওই তিন শিশুর নিহত হয়। 

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, টিলার মাটিচাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

কুলাউড়া থানার এসআই ফখরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি