ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ১১ মামলার তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৯, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ঝিকরগাছা থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১১ মামলার আসামী সাগর (২৭) কে ৬০০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার (২৬ মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর ঝিকরগাছা থানার কৃষ্ণনগর ডাক বাংলো পাড়ার মৃত শাহাদৎ হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, গোপন তথ্য ছিল একাধিক মামলার আসামি বেনাপোল কাগমারী এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৬০০ পিচ ইয়াবা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, পুলিশের সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে একটি খুন, একটি বিস্ফোরক, দুটি অস্ত্র, পাঁচটি মাদকসহ অন্যান্য মামলা পাঁচটি মামলা যশোর আদালতে চলমান রয়েছে বলে জানায় পুলিশ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি