ভোলায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই
প্রকাশিত : ১১:৩৭, ২৭ মার্চ ২০২২
ভোলার চরফ্যাশন উপজেলা শহরে শরীফ পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়িদের।
শনিবার ভোররাত ৪টার দিকে ইয়াকুব মিয়ার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে ইয়াকুব মার্কেটের একটি স্টিলের আলমারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের টিনসেড দোকানগুলোতে।
খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি।
তবে ফায়ার সার্ভিসের দাবি, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ হতে পারে।
এএইচ/
আরও পড়ুন