ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চৌহালীতে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ২৭ মার্চ ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চলের দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার বিকালে উন্নয়ন সংস্থা মানবমুক্তির পৃষ্ঠপোষকতায় নওহাটা বাজারে ১১৮টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুল ইসলাম (নবু চান), আলিনুর ইসলাম, জয়ীতা পুরস্কারপ্রাপ্ত ফুড ব্যাংকের চেয়ারম্যান কোহিনুর খাতুন উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তৈল সম্বলিত একটি প্যাকেজ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিরা অসহায়দের পাশে দাঁড়ানোয় শফিক মনোয়ার ও তার পরিবারবর্গ এবং মানব মুক্তি সংস্থার উদ্যোগের প্রশংসা করেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি