ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাস চাপায় পুলিশ সদস্য নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ২৭ মার্চ ২০২২

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ইলিয়াস হোসেন (৩৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্য বের হয়ে বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন। 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি