ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা হারিয়ে ১০ কৃষক হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২৭ মার্চ ২০২২

জ্ঞান হারানো কৃষকদের স্বজনরা ভীড় করছেন হাসপাতালে

জ্ঞান হারানো কৃষকদের স্বজনরা ভীড় করছেন হাসপাতালে

ঢাকা থেকে পেঁয়াজ বিক্রি করে রাজবাড়ী ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ১০ কৃষক এখন হাসপাতালে ভর্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ সময়ে কৌশলে পেঁয়াজ বিক্রির লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

কৃষকদের পরিবার সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১২ জন কৃষক মিলে দুটি ট্রাক ভাড়া করেন। ক্ষেতের পেঁয়াজ ভালো দামে বিক্রি করার জন্য ঢাকা নিয়ে যাবেন। এজন্য শুক্রবার বিকালে ডহর পাঁচুরিয়া গ্রাম থেকে পেঁয়াজভর্তি ট্রাক দুটি ঢাকার শ্যামবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি ট্রাকে ছয়জন করে কৃষক ছিলেন। 

শ্যামবাজারে শনিবার সকালে এক হাজার টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করেন তারা। এরপর দুপুরে রাজবাড়ী আসার উদ্দেশ্যে গাবতলী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাসে ওঠেন ১২ কৃষক। প্রত্যেক কৃষকের কাছে পেঁয়াজ বিক্রির ৫০ থেকে ৬০ হাজার করে টাকা ছিল। 

বাস ছাড়ার আগে গাবতলী থেকে ১০ কৃষক পেয়ারা, শসা ও বাদাম কিনে খান। 

পরে বাস মানিকগঞ্জ আসলে সুপারভাইজার ভাড়া নিতে আসেন, তখন ১০ জনকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। অনেক ডাকাডাকিতেও তাদের জ্ঞান ফেরেনি।

তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি