ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি, কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৭ মার্চ ২০২২

টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

রোববার সকালে ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মণ্ডলের বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। 

গাজীপুর শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করেন। পরে তারা মিছিল বিক্ষোভ বের করেন।
 
সম্প্রতি গাজীপুরের বোর্ডবাজার এলাকার একটি গুদাম থেকে টিসিবির তেল, চিনি ও ডাল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় শাহীন নামে এক ব্যবসায়ীকে। এর সঙ্গে ওই কাউন্সিলের জড়িত থাকার অভিযোগ করেন এলাকাবাসী।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি