ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় বিনামূল্যে ১ হাজার রোগীকে চিকিৎসা প্রদান

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৮, ২৭ মার্চ ২০২২

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে অসহায় দরিদ্র রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে উপজেলার প্রত্যন্ত এলাকা মাঘান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, ৬নং জারিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আসলাম সিকদার, মাঘান ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. আবুল আসাদ, জেলা কমানডেন্ট গোলাম মওলা চৌধুরী প্রমূখ।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. মুশফিক উস সালেহীনের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল দিনব্যাপী বিনামূল্যে এক হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি