ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ৩০০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৬, ২৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ৩০০ লিটার চোলাই মদসহ চম্পা রানী (৫০) নামে এক নারী মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত চম্পা রানী জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামে মন্টু রবিদাসের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আলমগীর জাহান জানান, চম্পা রানী দীর্ঘদিন ধরে দেশিয় তৈরি চোলাই তৈরি করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। ঘাসুরিয়া এলাকায় চোলাই মদ তৈরি করে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি