ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কাচঁপুরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ২৮ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর বিসিক এলাকা থেকে জিহাদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জিহাদ কাচঁপর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে। 

নিহত জিহাদের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী ধারণা করছেন, হয়তো মাদক, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাই ও হেফাজতের মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি