ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ২৮ মার্চ ২০২২

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে বৈদ্যুতিক মটরের মাধ্যমে ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্ডারচর ৬নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খুরশিদ আলম বলেন, সকালে দোকান থেকে বাড়িতে যান মিরাজ মাঝি। পরে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান তিনি। এসময় বৈদ্যুতিক মটর দিয়ে ক্ষেতে পানি দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। 

পরে স্থানীয়রা তাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি