ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টরের চাঁপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মারুফ হোসেন (২২)। সোমবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মীরাপুর আলনাপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মারুফ হোসেন জামালপুর জেলার মাদারীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি পত্নীতলা আত্রাই নদী খননের ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে কর্মরত ছিলেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন আত্রাই নদী থেকে বালু বহনকারী একটি ট্রাক্টর মোটরসাইকেল আরোহীকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক মারুফের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি