ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় পুকুরে বিষ প্রয়োগে দুই লাখ টাকার মাছ নিধন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৪, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় পুকুরে শত্রুতার জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবর (২৮ মার্চ) সকালে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের রিয়াজুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাতের কোন এক সময়ে ওই পুকুরে বিষ প্রয়োগ করলে সোমবার সকালে গিয়ে দেখা যায় পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। এতে পুকুরে চাষ করা কার্ফু, গ্লাস কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ১৫-১৬ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম কান্নারত অবস্থায় বলেন, ‘ধার-দেনা করে নিজেদের প্রায় ২৫ কাঠা জলাকারের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে আড়াই দুই লক্ষাধিক টাকা আসবে। কিন্ত রোববার রাতে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই। এখন কী করে ধার-দেনা পরিশোধ করবো সেটাই চিন্তার বিষয়।

প্রতিবেশি জাহাঙ্গীর ইসলাম বলেন, রিয়াজুলের মত সরল সহজ মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। বিষ প্রয়োগে তার পুকুরে থাকা বেশিরভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শার্শা থানার ওসি মামুন খান জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি