ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ২৮ মার্চ ২০২২ | আপডেট: ২৩:৫১, ২৮ মার্চ ২০২২

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। নিহতের নাম মো. শাহীন (৩৫)। সোমবার (২৮ মার্চ) রাত ৮টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে। 

পেশায় একজন জাহাজের শ্রমিক। নাদিরা বেগম নামে তার এক স্ত্রী রয়েছে। খবর পেয়ে নিহতের সুরতহাল করার জন্য হাসপাতালে যান পুলিশ। 

নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম  বলেন, মারুফ (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর সঙ্গে তার ভাইয়ের পূর্ব শত্রুতা ছিল। এ ঘটনার জের ধরেই সে আমার ভাইকে হত্যা করেছে।  মারুফ খুলনা জেলার কয়রার মোঃ আব্দুর রশিদের ছেলে। সেও পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, রাত ৮ টায় এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।  

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে পথেই শাহীনের মৃত্যু হয়। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে আসি। এ ঘটনায় আইনী প্রক্রিয়াসহ আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি