ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিগারেটের আগুনে পুড়লো পিকনিকের বাস

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ২৯ মার্চ ২০২২

পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন ৫ বন্ধু। তাদের মধ্যে হাসিরসের একপর্যায় হাতের সিগারেটের আগুন  গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারীর উপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় সেখানে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো বাসে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়লেও পুড়ে যায় গোটা বাসটি। 

সোমবার রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটনাটি ঘটে। সাউন্ড সিস্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

দমকল গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের রাজউক ক্যাডেট একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী বিসমিল্লাহ পরিবহনের দুটি বাসে নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। চালক দ্রুত বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

বাসে থাকা ছাত্র আরাফাত, রনি, রাজন জানান, অসাবধানতাবসতঃ ব্যাটারীর উপর সিগারেটের আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সবাই নিরাপদে নামতে পেরেছি। 

এ বিষয়ে রাজউক ক্যাডেট একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি