ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্যাংক কর্মকর্তার ১২ বছরের জেল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ২৯ মার্চ ২০২২

ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে দুর্নীতির মাধ্যমে ২১ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করার অপরাধে নাছির উদ্দিন মাহমুদ নামে যমুনা ব্যাংকের এক এক্সিকিউটিভ অফিসাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ২০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার বিকালে জেলা স্পেশাল জজ কোর্টের বিজ্ঞ বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। 

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

দুদক নোয়াখালী কার্যালয়ের তথ্য মতে, আসামি নাছির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংকের রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ওই শাখার সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার ৮শ’ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। 

এ ঘটনায় ২০১৫ সালের ৩ মার্চ ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক শাহ নেওয়াজ বাদি হয়ে রায়পুর থানায় নাছির উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে দুদকের সহকারি পরিচালক মো. খলিলুর রহমান শিকদার মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানি শেষে দণ্ডবিধি ৪০৯ ধারায় আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি